
তপন থিয়েটারে কার্নিভাল লেখক শিল্পী সমন্বয় সমিতির আয়োজনে জমকালো নাট্যসন্ধ্যা
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
কলকাতা, ১০ই ডিসেম্বর, বুধবার —তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো লেখক শিল্পী সমন্বয় সমিতির আয়োজিত উল্লেখযোগ্য নাট্যপ্রযোজনা “কার্নিভাল”। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই বিশেষ পরিবেশনা ইতোমধ্যেই নাট্যজগতে প্রশংসা কুড়িয়েছে।

হাওড়া প্রযোজনার ব্যানারে মঞ্চস্থ এই নাটকটি দর্শকদের মনোগ্রাহী অভিনয় ও শক্তিশালী উপস্থাপনার মাধ্যমে আকৃষ্ট করেছে।

নাটকের মূল চরিত্রে অভিনয় করেন শান্তনু নাথ, প্লাবন বসু, ব্রতীন গঙ্গোপাধ্যায়, দেবাশিস বিশ্বাস, সঞ্জয় দাস, আকাশ দাশগুপ্ত,

সন্দীপন চ্যাটার্জি, প্রবীর মন্ডল, সুদীপ্ত সাহা, রঞ্জন দাস, রিমা চক্রবর্তী, কল্যানী বিশ্বাস এবং অধিকারী কৌশিক। তাদের প্রাণবন্ত অভিনয় নাটকের আবহকে আরও গভীর করেছে।

পর্দার আড়ালে নেপথ্য বিভাগ সামলেছেন স্বপন ব্যানার্জি ও শুভঙ্কর দে, যাদের নিরবচ্ছিন্ন সমন্বয়ে মঞ্চায়ন হয়েছে আরও নিখুঁত।

এদিন বিশেষভাবে আলোচনায় আসে নাটকের অন্যতম অংশ

“কেশরী হত্যা”

যা দর্শকদের মাঝে তীব্র সাড়া ফেলে এবং নাটকের গল্পকে ভিন্ন মাত্রা দেয়।

সার্বিকভাবে, তপন থিয়েটারের এই নাট্যসন্ধ্যা ছিল সফল ও দর্শকপ্রিয়—

যা বাংলা নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন উপস্থিত নাট্যপ্রেমীরা।

এই নাটক দেখতে দর্শকদ আসন আলোকিত কোরে ছিলেন দিলীপ ঘোষ,
কাজী মাসুম আক্রার, রুদ্রনীল সহো বিশিষ্ট ব্যক্তিবর্গ

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
এ বিভাগের আরও খবর...