আজ ৪ঠা মে শনিবার, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায়, তমলুক হাসপাতাল মোড়ে, শিক্ষকদের অনশন মঞ্চে হামলা অভিযোগে ধিক্কার মিছিল অবরোধ করলেন। মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে ,
সকাল থেকেই বিশৃংখল শুরু হয়েছিল, শিক্ষকদের অনশন মঞ্চে হামলা অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে, অনশন মঞ্চে বিজেপির হামলায় দুজন শিক্ষক যখন হন, পুলিশ সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেন খবর পাওয়ার সাথে সাথে, বিজেপির অভিযোগ ছিল,
শিক্ষকরা অনশন মঞ্চ থেকে তাদের উদ্দেশ্য করে চোর স্লোগান তোলেন , অপরদিকে শিক্ষকদের দাবী বিজেপি ইচ্ছাকৃত গন্ডগোল করেছে। সবশেষে তমলুকের ডি এম অফিসে অভিজিৎ গাঙ্গুলী মনোনয়ন জমা করেন বিকেল তিনটে নাগাদ ,
অপরদিকে তমলুকের হাসপাতাল মোড়ে অনশন মঞ্চে হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন শিক্ষকরা। এই নিয়ে চলে সারাদিন যানজট। শিক্ষকরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য তোলেন। এমন কী হাসখালি কান্ড উঠে আসে।