নারায়ণগঞ্জে দিনে-রাতে গ্যাস থাকে না দাবি করে গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবিতে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামে একটি সংগঠন।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে চাষাড়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসীর বক্তারাও একই দাবি করেন। তাদের দাবি, নিয়মিত বিল নিচ্ছে তিতাস। বিল কয়েক দফা বাড়ানো হয়েছে তবুও গ্যাস থাকছে না। রান্নার চুলায় গ্যাস না থাকায় রান্না করা যাচ্ছে না। বাইরে থেকে খাবার কেনার বাড়তি চাপ নিতে হচ্ছে। আগে রাতে গ্যাস পাওয়া গেলেও এখন তা পাওয়া যাচ্ছে না। গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে সামনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বৃষ্টির মধ্যে ভিজে নগরবাসী এতে অংশ নেন।