প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ৯:৫১ অপরাহ্ণ
তিন দিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নগর সংবাদ।।চলতি মাসে তিন দিনের জন্য (২২-২৪ ডিসেম্বর) মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকা এসেছিলেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে তিনি দেশ সফর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.