প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৩, ১:৫১ পূর্বাহ্ণ
তিরিশ বছর পূর্তি উপলক্ষে স্রোত আয়োজিত বর্ষব্যাপী ত্রিপুরায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত
তিরিশ বছর পূর্তি উপলক্ষে স্রোত আয়োজিত বর্ষব্যাপী ত্রিপুরায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত
ভারতের আগরতলায় ৬ ও ৭ অক্টোবর ২০২৩ আগরতলা প্রেসক্লাবের তিনতলায় দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । উক্ত মেলায় বিহার,আসাম,নেপাল ও বাংলাদেশ থেকে লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকরা তাদের বইপত্র নিয়ে উপস্থিত থাকবেন । বইমেলায় তিরিশজন প্রকাশককে সম্মানিত করা হবে । কবি সম্মেলন, আবৃত্তি, আলোচনা ও সংগীত পরিবেশন থাকবে ।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন আগরতলা পুর নিগমের পুরপিতা দীপক মজুমদার মহোদয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা কথাসাহিত্যিক দেবব্রত দেব, বিশেষ অতিথি বিকাশরাই দেববর্মা চিত্রশিল্পী স্বপন নন্দী,প্রধান বক্তব্য তুলে ধরবেন প্রধান বক্তা বিশ্বভারতী প্রকাশন বিভাগের প্রাক্তন অধ্যক্ষ কথাসাহিত্যিক ড.রামকুমার মুখোপাধ্যায়, বিশেষ অতিথি কথাসাহিত্যিক মানস দেববর্মন,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার,প্রকাশনা মঞ্চের সম্পাদক বিজন বোস বাংলাদেশের এবং মানুষ প্রকাশনীর আনোয়ার কামাল পূর্বাপরের সম্পাদক হাসনাইন সাজ্জাদি,সীমান্তের ডাক সাপ্তাহিক সাহিত্য পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথ আসামের নব দিগন্ত প্রকাশনীর মিতা দাস পুরকায়স্থ, সেবা সম্পাদক অপর্না দেবসহ আরো অনেকেই । আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক নন্দকুমার দেববর্মা, ড.সেবিকা ধরসহ আরো অনেকেই। অনুষ্ঠানে সদ্য প্রয়াত আসামের হাইলাকান্দির সাহিত্য পত্রিকার সম্পাদক কবি বিজিৎকুমার ভট্টাচার্যের স্মৃতিচারণ করে শ্রদ্ধার্ঘ অর্পন করবেন অনুষ্ঠানে উপস্থিত সকল সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা । দুদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লোকগবেষক ও প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন। উল্লেখ্য, স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার তিরিশ বছর পূর্তি উপলক্ষে এই বইমেলার প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে । প্রস্তুতি কমিটির সভাপতি প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন ও আহ্বায়ক ড. অপর্ণা গাঙ্গুলীর নাম সার্বিক সম্মতিতে সিদ্ধান্ত হয় । সকল বইপ্রেমীদের মেলায় বই ক্রয়ের ব্যবস্থা থাকবে বলে স্রোত সম্পাদক গোবিন্দ ধর এক প্রেসবার্তায় জানিয়েছেন।পাশাপাশি দুদিন ব্যাপী ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় আবৃত্তি, সংগীত, হজাগিরি নৃত্য, কবি সম্মেলন, অণুগল্প পাঠ এবং ত্রিপুরার গল্পবিশ্বে শতবর্ষে কথাসাহিত্যিক বিমল চৌধুরী, আশির দাঙ্গার প্রেক্ষাপটে ত্রিপুরার গল্প, তরুণদের বইবিমুখতা প্রসঙ্গে আলোচনা করবেন অতিথিসহ আলোচকবৃন্দ।কবি সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও লিটল ম্যাগাজিন পূর্বাপর সম্পাদক হাসনাইন সাজ্জাদী এবং অণুগল্প পাঠের আসরের সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য মহোদয়। ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় উপস্থিত থাকার কথা ত্রিপুরা বাংলাদেশ আসাম থেকে ছোট বড় ৫০ টি লিটল ম্যাগাজিন ও প্রকাশনা সংস্থা । সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদযাপিত হবে বর্ষব্যাপী স্রোত আয়োজিত প্রথমবারের মতো ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । এই অনুষ্ঠানে বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক সকলকে উপস্থিত থাকার জন্যে স্রোত প্রকাশনার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.