তিলোত্তমা ও তামান্নার ইন সাফের দাবীতে– তিলোত্তমার মহামিছিল।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
” ৮ই শুক্রবার, ঠিক বিকেল পাঁচটায়, এস এফ আই, ডি ওয়াই এফ আই, এ আই ডি ডব্লিউ এ উদ্যোগে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার তিলোত্তমার চত্বর পর্যন্ত, তিলো ত্তমার এক বছর পূর্ণ দিনে, ন্যায় বিচারের দাবীতে এক মহা মিছিল করলেন।
আজকের এই মহা মিছিল সারাদেশ ও রাজ্যজুড়ে শুরু হয়েছে, এবং আজ রাত্রি ন’টায় রাতজাগা সহ মশাল মিছিল হবে, আজ ও কাল চলবে এই প্রতিবাদ। তিলো তোমার এক বছর পূর্ণ , তবুও দোষীরা শাস্তি পেল না।, এমনকি ছোট্ট শিশু তোমার না দোষীরাও শাস্তি পায়নি। দোষীরা অনায়াসে, ঘুরে বেড়াচ্ছে,
একের পর এক ঘটনা পুনরায় ঘটে চলেছে তার একটি রোগ সঠিক বিচার হয়নি। আর জি করের ডাক্তারি পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনার ইনসাফ না পাওয়ায়, এবং চক্রান্তে শামিল কেন্দ্র রাজ্য সরকারের শাসক দলেরা, তাদেরকে আড়াল করতেই তিলোত্তমার বিচার অধরায়,
ক্যাম্পাস সহ সর্বত্র টিএমসির মদতে চলছে দুর্নীতি সহ যাবতীয় কুকর্মের সিন্ডিকেট। যার সহজ লক্ষ্যবস্তু ছাত্রী যুবতী মহিলা প্রান্তিক, লিঙ্গ প্রান্তিক যৌনতার মানুষরা।
রাজ্যে শুধু ধর্ষণের রাজনীতি চলছে। তাই আমাদের বিকল্প একটাই প্রতিবাদ ও প্রতিরোধ, আমরা প্রতিবাদে ছিলাম ,রাস্তায় ছিলাম, আজও আছি। তিলোত্তমার দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো,
রাস্তা দখল করে রাখবো, আজ আর জি কর থেকে তামান্না আর তামান্না থেকে ল কলেজ কোথাও নিরাপত্তা নাই, একের পর এক ধর্ষণের ঘটনা ও খুনের ঘটনা বেড়ে চলেছে,
তাই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে, তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট ভাঙতে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই। গুন্ডাবাজ, খুনি, ধর্ষক, লুঠরাজ, কন্যাশ্রী নামে কন্যা খুনি , চাকুরি লুট সরকার দরকার নাই,
অবিলম্বে পদত্যাগ চাই, দোষীদের শাস্তি চাই, আজ তিলোত্তমার একটি বছর পূর্ণ হল কিন্তু বিচার অধরায়, সিবিআই থুটো জগন্নাথ, এমনকি কেন্দ্রীয় রাজ্য সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারাও দায়িত্ব পালন না করে থুটো জগন্নাথ হয়ে বসে আছেন, যদি সঠিক দায়িত্ব পালন করতেন, তাহলে তিলোত্তমার বিচার হতো, দোষীরা শাস্তি পেয়ে যেতো, আর যারা এ নিয়ে প্রতিবাদ করবে তাদেরকে সময় পাঠাচ্ছেন, কিন্তু কোন লাভ হবে না
শত শত লাখো লাখো মায়েরা পথে নেমেছে আবার তিলোত্তমার বিচার চাইতে, তামান্নার বিচার চাইতে, তাই শত শত নারীর নিরাপত্তার দাবিতে দেশের নিরাপত্তার দাবিতে আমরা পথেই থাকব।
যতদিন না নারীদের সুরক্ষা পায় দোষীদের সাজা না হয়। আর সরকার যদি মনে করেন, শুধু কাউকে বলির পাঠা করে দায় মুক্ত হবেন, ভুল করবেন, এই গুন্ডাবাজ তোলাবাজ খুনী ও ধর্ষক সরকারকে নিচে নামাতে হয়, জনগণ বুঝে নেবে। আমরা তিলোত্তমার ও তামান্নার দোষীদের শাস্তি দিয়ে ছাড়বো। তাই আজ আমাদের সাথে শত শত মায়েরাও পা মিলিয়েছেন। মেয়ের বিচার চাইতে,
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””