রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১১
শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়া রাজানগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত Logo ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত Logo মঞ্চে পারফর্ম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ মিশিয়ে বাজিয়ে চলে গেলেন না ফেরার দেশে গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু Logo কলমাকান্দায় অভিযান চালিয়ে সাড়ে ৩৪ লাখ টাকার সুপারী জব্দ Logo থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলভার (নাইন এমএম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার Logo গাইবান্ধায় ইসলামি জলসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ-আহত ১০ Logo মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে,১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নেই, যা পুলিশকে দিয়ে করানো হয়নি-(আইজিপি) Logo টাঙ্গাইল মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত Logo সুন্দর সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিলে বিকল্প নেই Logo বিজয়ের মাসে রাঙ্গুনিয়া কর্ণফুলী ক্রীড়া পরিষদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ রেশন দুর্নীতির প্রতিবাদে,,,, খাদ্য ভবনের সামনে ,,দলে দলে বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩১, ২০২৩, ৩:০৯ পূর্বাহ্ণ
  • ৮৬ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ রেশন দুর্নীতির প্রতিবাদে,,,, খাদ্য ভবনের সামনে ,,দলে দলে বিক্ষোভ দেখালেন

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো

,,,,,, আজ ৩০ শে অক্টোবর সোমবার,, বেলা একটা থেকে চলছে কংগ্রেস ও সিপিআই এমের বিক্ষোভ সমাবেশ,, রেশন দুর্নীতির প্রতিবাদে এবং মন্ত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে,,, যদিও অনেক আগে থেকে প্রশাসন ব্যারিকেট করে দিয়েছিলেন খাদ্য ভবনের সামনে কিন্তু দুপুর একটাই কংগ্রেসের একটি দল মিছিল করে খাদ্য ভবনের সামনে যায় এবং তৃণমূলের রেশন দুর্নীতি নিয়ে খোব দেখান,

No description available.

তারা বলেন গরিবের জিনিস বিক্রি করে কোটি কোটি টাকার অট্টালিকা বানাচ্ছে এবং মেয়ের খাদে কোটি কোটি টাকা জমা করছে, আর লোকের সামনে প্রচার করছে মেয়ে চাকরির ইনকামে এত কোটি টাকা জমিয়েছে। তৃণমূলের রাজত্বে, যতরকম চুরি ডাকাতি বেড়ে চলেছে অথচ গরিবদের জিনিস ঠিকমত দিচ্ছে না, শুধু তাই নয় রেশনে যে দ্রব্য দেওয়ার কথা সেই দ্রব্য দেয়া হচ্ছে না, তার থেকে অনেক নিম্নমানের জিনিস দেওয়া হয়।

No description available.

শুধু তাই নয়, কিলোতে 150 থেকে 200 গ্রাম কম দেয়। তার কোন উত্তর নায়, জানতে চাইলে কি কারণবশত 200 গ্রাম কম দেওয়া হচ্ছে। চোরের রাজত্বে সবদিকেই চুরির হাত বেড়ে গিয়েছে। এই সকল মন্ত্রীদেরকে অবিলম্বে গ্রেফতার করে জেলে রাখা দরকার।, যখন মন্ত্রীরা শপথ নেয় তখন তাদের একটা নির্দিষ্ট কোটা থাকে কার কত সম্পত্তি বা ব্যালেন্স রয়েছে আর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিভাবে কোটি কোটি টাকা জমছে,, এর বিপরীতে কেন্দ্রীয় সরকারকে উদ্দক ডাকলেন বললেন দুদলের আতোতে এই সকল ঘুরছে, কেন দোষীদের শাস্তি হচ্ছে না ইডি কেন একটাও কেস ঠিকমতো জায়গায় নিয়ে যাচ্ছে না আজ আমরা বিক্ষোভ দেখালাম। এরপর যদি না ঠিকমতো জিনিস দেওয়া হয়। এবং শূন্যপদ পূরণ না হয়,

No description available.

আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো। কংগ্রেসের তরফ থেকে হুমকি দিলেন।। অন্যদিকে দুপুর দুটো দিকে সিপিআইএম একইভাবে রেশন কেলেঙ্কারির বিরুদ্ধে এবং মন্ত্রীদের উপযুক্ত শাস্তির দাবিতে নিচু তলা থেকে উপর তোলা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ করলেন।, এই সমাবেশ উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, তারা বলেন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী চোর তেমনি তার শিষ্যদের কেউ জোরে পরিণত করেছে উনি শুধু বলেন আমি কিছু জানিনা অথচ চোরদেরকে পুষে রেখেছে চোরের দারায় কোটি কোটি টাকা ফান্ডে জমাচ্ছে।, কোথা থেকে এলো জ্যোতিপ্রিয় মল্লিকের এত কোটি টাকা, ক্ষমতা থাকলে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেখাক, এমনকি যিনি বড় চোর সেই যতী প্রিয় মল্লিক নাকি বলেছেন তার মেয়ে চাকরি করে ,তাই তার এ টাকা জমানো, প্রমাণ করে দেখাক, তার মেয়ে ৬ কোটি টাকা চাকরি করে ইনকাম করেছেন, এই ধরনের বিভিন্ন দিক তুলে ধরলেন, এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারকে তোপ ডাকলেন, উনি মাঝে মাঝে ইডি।

সিবিআই দেখান, কিন্তু যারা ধরা পড়ে তাদের শেষ পর্যন্ত কোনো কিছু হয়না ,উল্লেখ করে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুনাল ঘোষ ,যারা নারদ সারদ কাণ্ডে যুক্ত, কোটি কোটি টাকা তৃণমূলে আমলে টাকা নয়ছয় হয়েছে, গরিবরা নিঃস্ব হয়েছে, মার খেয়ে মরেছে, এবার শুরু হয়েছে রেশনের কেলেঙ্কারী, গরিব মানুষেরা না পেয়ে কোটি কোটি টাকার রেশন জালিয়াতী চলেছে, সবার সামনে সেটা উঠে এসেছে। অবিলম্বে সঠিক এর বিচার হোক, দোষীদের শাস্তি হোক, নিচু তলা থেকে উপর তোলার মন্ত্রীদের জেলবন্দী করা হোক, খাদ্য দপ্তরের সমস্ত শূন্য পদ স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করা হোক, এবং সঠিক দুর্নীতির আসল মাথাকে গ্রেপ্তার করুক, শুধু তাই নয়, প্রতিটি রেশন দোকানে খাদ্যদ্রব্যের যথাযথ গুনমান সুনিশ্চিত অবিলম্বে করতে হবে।

শম্পা দাস,সম্পাদক

দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ  ২৪ডটকম,,কলকাতা ব্যুরো

No description available.

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell