নগর সংবাদ।।তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়লো,বাস ভাড়া ভাড়লো মাথা পিছু ১০ টাকা – প্রতিবাদে যাত্রীরা।
ডিজেল-কেরোসিনের দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ পথে কয়েকটি বাসের ভাড়া হঠাৎ করে ‘ইচ্ছেমত’ বাড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বুধবার দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর কথা জানানো হয়; যা বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু তার আগেই বুধবার রাত ১২টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী ‘উৎসব’ ও ‘বন্ধন’ নামে দুটি বাসের ভাড়া ৩৬ টাকা থেকে ১৪ টাকা বাড়িয়ে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে।
তাছাড়া ওই পথের এসি বাস ‘শীতলের’ ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। জামাল হোসেন নামে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার এক ব্যক্তি অভিযোগ করেন, “তেলের দাম লিটারে বেড়েছে ১৫ টাকা। আর বাস মালিকরা জনপ্রতি ভাড়া বাড়িয়েছেন ১৪ টাকা। তারা বড়জোর ৫ টাকা বাড়াতে পারেন।” যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক সমিতি বা সরকারের পক্ষ থেকে এখনও ভাড়া বাড়ানোর সিন্ধান্ত না এলেও বাস মালিকরা ‘ইচ্ছামত’ ভাড়া আদায় করছেন।
ভাড়া বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উৎসব পরিবহনে ঢাকাগামী এক যাত্রী। তিনি নিজেকে কামাল মিয়া বলে পরিচয় দিয়ে বলেন, “যাত্রীদের প্রতি বাস মালিকেরা জুলুম করছেন। এভাবে ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক?” নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এই ভাড়া বৃদ্ধিকে ‘মারাত্মক জুলুম’ বলে মনে করেন। তিনি বলেন, “দেশে সরকার থাকা সত্ত্বেও কিভাবে বাস মালিকেরা সরকারি সিদ্ধান্ত ছাড়া ভাড়া বাড়ায়? তাও আবার যাত্রীপ্রতি ভাড়া ১৪ টাকা বাড়ানোর দুঃসাহস দেখায়! এটা মারাত্মক জুলুম।” সরকারের নিয়ন্ত্রণ না থাকায় বাস মালিকেরা নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।