উত্তর লক্ষন খোলা তাফসীর কমিটির উদ্যোগে ৮ দিন ব্যাপী ৫০ তম ইসলামি মহা সম্মেলন টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশন এর সৌজন্যে কুরআন তিলোয়াত ও গজল প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
– ২২ডিসেম্ববর শুক্রবার বিকেল ৩ ঘটিকায় বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষন খোলা প্রার্থমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উত্তর লক্ষন খোলা তাফসীর কমিটির উদ্যোগে ৮ দিন ব্যাপী ৫০ তম ইসলামি মহা সম্মেলনে অনুষ্ঠিত হয়। মাহফিলের মাঠে টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশন এর সৌজন্যে কুরআন তিলওয়াত ও গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত কুরআন তিলওয়াত ও গজল প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম।মোঃখায়রুজ্জামান রায়হানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী হাবিবুর রহমান হবি,এমদাদুল হক,মোঃমাজহারুল হক সাউদ,মোঃ বোরহান উদ্দিন,মোঃ হাবিব আহম্মেদ, মোঃলুৎফর রহমান,মোঃআমির হোসেন দালাল,মোঃনাজমুল হক সাউদ,মোফাজ্জল হোসেন জুনু,হিরন প্রধান,শাহিনুর মিয়া,,হাজ্বী মানিক মিয়া,মোঃ আসাদুজ্জামান সাগর।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওলামা কেরামবৃন্দ,এবং অত্র এলাকার মুসুল্লিরা।পরে কুরআন তেলওয়াত ও গজল প্রতিযোগিদের মাঝে যারা বিজয়ী তাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এবং ৮ দিন ব্যাপী ইসলামি মহা সম্মেলন এর আজ আখীরি মুনাজাত অনুষ্ঠিত হয়।