প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ৩:১১ পূর্বাহ্ণ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে, শিল্প কর্মশালার আয়োজন
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে, শিল্প কর্মশালার আয়োজন।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানে, কফি হাউসের উদ্যোগে এবং অচিন্ত বাবুর পরিচালনায়, প্রথম বর্ষ পালিত হল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে একটি শিল্প কর্মশালা আয়োজন। এই শিল্প কর্মশালায় ১৫ জন স্বনামধন্য শিল্পী গ্রহণ করেছেন শিল্প কর্মশালায়, যাদের তুলির টানে কলির কাছে পৌঁছে যাবি শিল্পীদের গুনাগুন, আর এই হাতে তৈরি শিল্প ও ছবি গুলি বিক্রি করে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়াতে পারবেন এই আক্রান্ত শিশুদের,
,, তাই এই কর্মশালার নাম দিয়েছেন..জীবনের ক্যানভাসে আবেগের রং. যে আবেগ রঙে, তুলির টানের মধ্য দিয়ে মধ্য দিয়ে, মানুষের হৃদয় স্পর্শ করে যায়। সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিল্পকর্মশালা আয়োজন এবং শিল্পীদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মানিত করলেন কফি হাউসের সম্পাদক।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বনামধন্য প্রধান অতিথি হিসেবে শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড এর সভাপতি শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সম্পাদক, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের শ্রী সুধাংশু শেখর দে। আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন,
কফি হাউসের প্রতিষ্ঠাতা ও সদস্য , সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের শ্রী স্বাধীন মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার শংকর রাউত মহাশয় সহ অন্যান্যরা।
এবং যে পনেরো জন শিল্পী আজকের শিল্পকলায় অংশগ্রহণ করেছিলেন, তাহারা হলেন, সুবিমলেন্দু বিকাশ সিনহা, মিহির কয়াল, বাপ্পা ভৌমিক, প্রতীক মল্লিক,
মানিক কান্ডার, স্নেহেন্দু পাল ,পার্থ ঘোষ ,সুদীপ্ত অধিকারী, রিমঝিম সিনহা দাশগুপ্ত, রোচিষ্ণু সান্যাল, অভিজিৎ চক্রবর্তী, পিনাকী চক্রবর্তী ,অরিন্দম মজুমদার, অর্ঘ্য ভট্টাচার্য ,অয়ন চক্রবর্তী,
এই সকল শিল্পীর সহযোগিতায় আজকের দিনটি আনন্দমুখর হয়ে উঠেছিল কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানে। শিল্পীদের ও অতিথিদের একটি কথাই বারবার শোনা যায়,
এই ধরনের উদ্যোগ সত্যিই কিছু মনে রাখার মত , শুধু এইটাই নয়, কফি হাউস সোশ্যাল অ্যাসোসিয়েশন এবং প্রয়াস ট্রাস্ট , সারা বছর যেভাবে অসহায় শিশুদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা গর্বিত, আমরা সকল উদ্যোক্তাদের উদ্দেশ্যে জানাই,
আপনারা এইভাবে আরও এগিয়ে যান এবং এই ভাবেই ছোট ছোট আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আমরাও আপনাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.