প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের সাহায্যার্থে রক্তদান উৎসবের আয়োজন
-
থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের সাহায্যার্থে আজ রক্তদান উৎসবের আয়োজন করেন
নগর সংবাদ,,রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায়।।শিবপুর কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক কাল্টু দাস , বালটিকুরী সেঠ পাড়ায় বাচ্চাদের যোগার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় ,কাল্টু দাস বলেন যেহেতু করোনা সংক্রামণ দিন দিন বেড়ে চলেছে তাই আমরা অন্য কোন অনুষ্ঠান করতে পারছি না, করোণা বিধি মেনে আজ প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন ,তিনি আরও বলেন 10 বছরে পদার্পণ করল এই রক্তদান শিবির ,এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি তুষার কান্তি ঘোষ ,প্রাক্তন পুরপিতা ব্রতেন দাস সহএকাধিক তৃণমূল কর্মীবৃন্দ, থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় ,আমরা তার কিছুটা রক্ত পূরণ করার জন্যই এই ক্যাম্পে শুভসূচনা করেছি, যাতে এই সকল ছেলে মেয়েরা সময়ে রক্ত পায়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.