আজ ৩০শে মে বৃহস্পতিবার, সকাল ১১ টায় এক বিশাল পদযাত্রা শুরু হয় তৃণমূল কংগ্রেসের, বরানগর বঙ্গলক্ষী মোড় থেকে, লোকসভার প্রার্থী সৌগত রায় ও বিধানসভার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, অভিনেতা, সাংসদ ও ঘাটালের লোকসভার প্রার্থী দীপক অধিকারী (দেব) রোড শো করলেন , বরানগরের বঙ্গলক্ষী মোড় থেকে শুরু করে বি টি রোড, টবিন রোড, গোপাল ঠাকুর রোড ,ছোট বনহুগলী, দেশবন্ধু রোড ও আলমবাজার হয়ে বি এস এফ ক্যাম্পে শেষ করেন। এই পদযাত্রায় পা মেলান , লোকসভার প্রার্থী সৌগত রায় ও বিধানসভার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়াও পা মেলান বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক সহ দিলীপ নারায়ণ বসু, রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্য বৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দরা, এই বৎসর একই সাথে দুটি করে ভোট এলাকার মানুষ দেবেন, লোকসভার ভোট বিধানসভার ভোট, ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা নিয়েই আজকের এই পদযাত্রা ও আশীর্বাদ চাইলেন প্রার্থীরা। ঘাটালের লোকসভার প্রার্থী অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী (দেব) এর এলাকায় ষষ্ঠতম ভোট হওয়ার সাথে সাথেই তিনি কলকাতায় মানুষের মন জয় করতে আজ পদযাত্রায় অংশগ্রহণ করেন, অগণিত দর্শক ও দেবের অনুগামীরা বহু আগে থেকেই রাস্তার দু'ধারে জমায় ধুতে থাকে একবার দেখার জন্য ও শুভেচ্ছা দেওয়ার জন্য, সকলেই দেবকে একবার কাছে গিয়ে শুভেচ্ছা দেওয়ার কানকা থাকলেও কিছু করার ছিল না কারণ তিনি গাড়ির মধ্যে ছিলেন তবুও চেষ্টা করেছেন সকলের সাথে হাত মিলাতে এবং আগামী দিনে ভোটে যাতে এই প্রার্থীদের জয়যুক্ত করেন বিপুল ভোটে সঠিক জায়গায় ভোট দিয়ে তার কথা দিলেন ও শুভেচ্ছা জানালেন, সকলেই একটাই কথা বললেন পদযাত্রার মধ্য দিয়ে ,আপনারা ভোট দিবেন কাজের মানুষকে, সঠিক জায়গায় ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন ,নির্ভয়ে ভোট দেবেন ও সকাল সকাল গিয়ে ভোট দেবেন এই বার্তা পৌঁছে দিলেন সকল এলাকা বাসীদের।