দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম
– মাহবুব আলমঃ
শীতের মৌসুমে ছিন্নমূল মানুষের রাত কাটে অবর্ণনীয় কষ্টে। বিভিন্ন স্থানে চোখে পড়ে ফুটপাতে শুয়ে থাকা গৃহহীন মানুষের। এসব সহায়-সম্বলহীনদের কেউ হালকা বিছানা পেতে, কেউবা বিছানা ছাড়াই শুয়ে পড়েন সড়কে কিংবা ফুটপাতে। ঢাকা ৫ আসনে বসবাসকারী এমন কিছু ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদলের নেতা ফাহিম ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা ।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার আশে পাশে গরীব দুঃস্থ ও অসহায় শ্রেণীর মানুষের মাঝে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান ফাহিম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। যখন হাড়ভাঙা এই শীতে কাঁপছে সমগ্র ঢাকা এই মূহুর্তে দুঃস্থ অসহায়দের কথা ভেবে শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকায় মেহনতি সাধারণ জনগণ ।
যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি প্রার্থী যুবদলের এই বিপ্লবী নেতা ফাহিম তার দলীয় কর্মীদের নিয়ে গভীর রাতে রাস্তার মোড়ে মোড়ে প্রচন্ড শীতে কাতর মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । পাশাপাশি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া ও সুস্থতা কামনা করেন । ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে।
এই শৈত্য প্রবাহে ফুটপাতে ছিন্নমূল মানুষেরা ভীষণ কষ্টে আছেন। এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র কম্বল নিয়ে দুস্থ-গরীবদের কাছে ছুটে এসেছি । যুবদলের নেতাকর্মীরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে এই অঙ্গীকার থেকেই অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন সভাপতি প্রার্থী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক “ফাহিম”।।