মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের খানসামায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে খানসামা উপজেলা সরহদ্দ গ্রামে এই ঘটনা ঘটে।জানা গেছে মোঃ তাজিমুদ্দিন, সরহদ্দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর কাছ থেকে পুকুরটি লিজ নেয় কিন্তু অর্থ অভাবে একাই মাছ চাষের খরচ বহন করতে না পেরে মোঃ শাহ আলম, ও মোহাম্মদ বাবুল হোসেনকে পাটনার করে লাভের আশায় বিভিন্ন প্রজাতির মাছের চাষ শুরু করেন, ঘটনার রাতে ১১ টার দিকে পুকুরের পাশের দোকানে খচর করতে আসা এক ব্যক্তি দেখতে পান পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। পরে মাছগুলো তুলে বাজারে পাঠানোর ব্যবস্থা করা হয় কিন্তু দাম কম হওয়ায় এলাকায় গরিব মানুষের কাছে বিতরণ করতে বাধ্য হয়।
ক্ষতিগ্রস্ত মোঃ তাজিম উদ্দিন জানান আমাদের পুকুরে দেশীয় রুই ,কাতল ,মৃগেল কাপ ,গ্লাস কাপ সহ নানা প্রজাতির মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন করেছে এ বিষয়ে থানায় মৌখিকভাবে অভিযোগ করি থানা থেকে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে যায়।