মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
লিচুর রাজ্য হিসেবে পরিচিত দিনাজপুরে দিন দিন লিচু চাষ বাড়ছে। প্রতি বছরই ক্রমান্বয়ে বেড়ে চলেছে লিচু চাষের জমির পরিমাণ। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা । এবার মধুমাসের ফল লিচুর বাম্পার ফলন দেখা দিয়েছে। জেলার খানসামা উপজেলায় বিভিন্ন লিচু বাগান গিয়ে দেখা যায় লিচুর বাম্পার ফলন হয়েছে। খানসামা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রশিদুল ইসলামের লিচু বাগানে গিয়ে কথা বলে জানা যায় তার তিনটি বাগানে এবার বাম্পার ফলন হয়েছে। তার মধ্যে ওনার চৌরঙ্গী বাজার সংলগ্ন একটি বাগানে সরোজমিনে গিয়ে দেখা যায়। প্রতিটি গাছে থোকায় থোকায় লিচু ধরেছে। তিনি বলেন ভালো মতো পরিচর্যা করায় এবার ফলন ভালো হয়েছে এবং দামও ভালো পাবেন বলে আশা করা যায়। তিনি আরো জানান তার বাগানে বোম্বাই, বেদানা, চায়না থ্রি সহ উন্নত বেশ কয়েকটি লিচুর জাত রয়েছে। এভাবেই রশিদুল ইসলাম এর মত কৃষকদের জন্যই দিনাজপুরের লিচুর ঐতিহ্যটা বজায় আছে রয়েছে।