মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গির বাজারের পাশে আদিবাসী পাড়ায় প্রতিদিন তৈরি হচ্ছে দেশীয় মদ (চুয়ানি), দিন রাতে চলছে জুয়া এবং মদের আসর, এতে ধ্বংসের মুখে এলাকার যুব সমাজ, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার অপরিচিত মানুষের আনাগোনা লেগেই থাকে সেখানে, জুয়া এবং নেশার টাকা যোগাড় করতে বিভিন্ন প্রকার চুরি এবং ছিনতাই সাথে জড়িয়ে পরতেছে এলাকার যুবসমাজ,মাদকদ্রব্য অত্যন্ত ক্ষতিকারক। এটা কেবল মানুষের দৈহিক স্বাস্থ্যেরই ক্ষতি করে না, মানসিক অবস্থারও দৈন্য ঘটায়। তাছাড়া পারিবারিক ও সামাজিক ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুন্ন করে। স্থানীয়রা জানান প্রতিদিন এই দিক দিয়ে স্কুলের ছাত্রীরা যাতায়াত করার সময় বিভিন্ন প্রকার ইভটিজিং এর শিকার হয়, বাইরে থেকে অনেক লোক এখানে এসে মদ খেয়ে মাতাল হয়ে বিভিন্ন প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করে এগুলো শুনে স্কুলের ছাত্রীরা খুবই বিব্রত বোধ করে। তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে এখানে মদ উৎপাদন ও বিক্রি বন্ধ হয় এবং বাইরের মানুষের আনাগোনা কমে যায়। খানসামা উপজেলা ইউএনও মোঃ তাজ উদ্দিন জানান আদিবাসী পাড়ায় দেশীয় মদ (চুয়ানি) উৎপাদন ও বিক্রির বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি জানার পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।