প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ
দিনাজপুরে খানসামা এলাকায় অটোভ্যান ও ট্রলির সংঘর্ষের ঘটনায় একজন নিহত।
দিনাজপুরে খানসামা উপজেলার ছিমনিভাটা এলাকায় অটোভ্যান ও ট্রলির সংঘর্ষের ঘটনায় একজন নিহত।
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।
খানসামা টু দারোয়ানি আঞ্চলিক মহাসড়কের গোবিন্দ পুর ছিমনিভাটা এলাকায় অটোভ্যান ও ট্রলির সংঘর্ষের ঘটনায় সুবর্ণখুলী সবুদের হাট আযম পাড়ার ফজলুল ইসলামের ছেলে মহসিন (২০) আলী নামে একজনের মৃত্যু। খানসামা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় শাকিল আহমেদ জানান নিহত মহসিন উত্তরা ইপিজেডে এর একটি কম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শাকিল আহমেদ আরো জানান নিহত মহসিন এবং আহত ব্যক্তি সম্পর্কে শালা দুলাভাই।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.