প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কেন্দ্র করে, দুপুর বারোটায় , হেলিকাপ্টারে পৌঁছান – মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কেন্দ্র করে, দুপুর বারোটায় , হেলিকাপ্টারে পৌঁছান - মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
২৮ শে এপ্রিল সোমবার, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে, ঠিক দুপুর বারোটা পনের মিনিট নাগাদ, হেলিকাটে করে পৌঁছান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ বিশ্বাস ও মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এবং হেলিপ্যাড থেকে নামার সাথে সাথেই সাংবাদিকদের সম্মুখীন হন। হাওড়া ডুমুরজোলা থেকে হেলিপ্যাড করে , দীঘায় হেলিপ্যাড ময়দানে পৌঁছান, পৌঁছানোর সাথে সাথে চতুর দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি উঠতে থাকে,
এবং মেয়েরা উলুধ্বনি দিয়ে সম্বর্ধনা জানান, জয় জগন্নাথ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ, মমতা , কয়েক হাজার মানুষ এমনকি দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা ভিড় করে ঘেরে ধরেন, তিনি বলেন সাত দিন ধরে যোগ্য চলছে, আগামীকালও যোগ্য চলবে, এবং ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে, ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে জগন্নাথ মন্দিরের শুভ সূচনা অর্থাৎ উদ্বোধন হবে। তার আগে চলবে বিভিন্ন ক্রিয়াকার্য।, উদ্বোধনের পরেই ইনরোগেশন প্রোগ্রাম হবে ,
তারপর সাধারণ মানুষের জন্য দরজা খুলে যাবে।, সবাই দেখার সুযোগ পাবে। ইয়াস ও আমফান কে সামনে রেখে প্রশ্ন করা হলে, তিনি বলেন জগন্নাথ মন্দির দীঘার সমুদ্র সৈকতে , আর সেই সমুদ্রের ধারে জগন্নাথ বিরাজমান, তিনিই রক্ষা কর্তা, সমুদ্রের মধ্যেই সবার শান্তি আছে, নতুন জেনারেশন থেকে শুরু করে পুরানো জেনারেশনের মানুষেরা দীঘার সমুদ্র তটে এসে জগন্নাথ মন্দির দেখে শান্তি পাবে, সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলবে।
তবে তিনি বলেন দীঘা হবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম, এই মন্দিরের আসার জন্য ৭ কিলোমিটার তিনি পিচের রাস্তা তৈরি করিয়েছেন। যা আগে কখনো ছিল না বা দীঘায় এই ধরনের কিছু তৈরি হয়নি,
আশা করছি দীঘায় জগন্নাথ মন্দির দেখার জন্য পর্যটকরা ভিড় জমাবে। এরপরেই তিনি বলেন আজ আর নয় এখন আমাকে চতুর্দিক ঘুরে দেখতে হবে এবং তদারকি করতে হবে , যাহাতে কোনরকম মন্দিরের ত্রুটি না ঘটে।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.