আজ ২০ শে ফেব্রুয়ারি সোমবার, ধর্মতলা শহীদ মিনারের পাশে , হাইকোর্টের নির্দেশে , এবং একতা মঞ্চের উদ্যোগে, প্রায় ৬০ থেকে ৭০ জন ছেলে-মেয়ে, দ্রুত পরীক্ষা চালু করার দাবীতে, হোম ও যঞ্জ করে এবং মন্ত্র উচ্চারণ করে আজ থেকে এই অবস্থান ও বিক্ষোভ চালু করলেন , শুধু তাই নয় মন্ত্রর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দুষলেন, এবং বলেন যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে এবং না বসতে পারছি, আমাদের অবস্থানও বিক্ষোভ চলবে,।
আগামী দিন থেকে আরও ছেলেমেয়েরা এই অবস্থান ও বিক্ষোভে যোগ দেবেন, তাহাদের দাবি দ্রুত শিক্ষক নিয়োগের নতুন এসএসসি ,এসএল এস টি,..... সেকেন্ড এস এল এস টি পরীক্ষার নোটিফিকেশন চাই, । দীর্ঘ সাত বছর কেন পরীক্ষা নেয়া হচ্ছেনা তার জবাব চাই। এস এল এস টি , এস এস সি পরীক্ষার নতুন গেজেট চাই ,নতুন এস এল এস টি পরীক্ষার নোটিশ চাই.। কেন পড়াশোনা করে সরকারি পরীক্ষায় বসতে পারছি না অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর জবাব চাই শিক্ষামন্ত্রী জবাব চাই, কেন শিক্ষাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা নিয়ে ও নিয়োগ নিয়ে এত কিসের দুর্নীতি, প্রতিটা জবাব আমরা চাই.। রিপোর্টার,,