নগর সংবাদ।।নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, রাজনীতি একটা কৌশল। যেখানে আমাদের বুদ্ধির শেষ, সেখানে আমাদের নেত্রীর শুরু।
আমাকে হানিফ ভাইয়ের সামনে প্রস্তাব দেওয়া হয়েছিল। দুইবার মন্ত্রী হতে বলেছিল, আমি রাজি হইনি।
রোববার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেল ক্লাবে আওয়ামী লীগের এক কর্মীসভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, আওয়ামী লীগের হাল ধরেছেন। আমরা সে সময় একবেলা ভাত খেয়েছি, এক বেলা খাইনি। সেটা নিয়েও অনেকে ঠাট্টা মশকরা করেন।
শামীম ওসমান বলেন, নেত্রী কয়েকবার পাবলিক মিটিংয়ে বলেছেন, আওয়ামী লীগের সমাবেশ হলে আমি অপেক্ষা করতাম কখন নারায়ণগঞ্জ থেকে শামীমের মিছিল আসবে। তারপর আমি গাড়ি নিয়ে বের হতাম।
তিনি আরও বলেন, অনেকে বলেন আমি দেশে ছিলাম না। দেশ ছেড়ে চলে গেছি। তারা জানে না হয়তো, আমি নেত্রীর নির্দেশে দেশ ছেড়েছি। আপা আমাকে বলেছিলেন, যেভাবেই হোক চলে যাও। যখন আপার কথা শুনতে রাজি হলাম না তখন রোহানা আপা আমাকে বললেন। আমার স্ত্রীকে ফোন করে বললেন। আর জামায়াত শিবিরের হাতে মরে যাওয়া বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না।