তিনি আরও জানান, আমরা আপাতত জানতে পেরেছি এক ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে আরও কেউ ছিল কি না। এছাড়া কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ ধারণা করছে।
নিহত আনোয়ার শহীদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। বর্তমানে মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকতেন।
নিহতের এক আত্মীয় জানান, আনোয়ার শহীদ অবিবাহিত ছিলেন। কল্যাণপুরে তার ছোট বোনের কাছে থাকতেন।
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের একটি সূত্র জানিয়েছে, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্ত সম্পন্ন শেষে স্বজনদের কাছে শুক্রবার সন্ধ্যায় মরদেহ হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন ছিল।