মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দূর্ঘটনার হটস্পট ফুলবাড়ি-দিনাজপুর রোড.. ফুলবাড়ির ভিমলপুর থেকে বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া পর্যন্ত একের পর এক দুর্ঘটনা ঘটছে। একের পর এক প্রাণহানির ঘটনায় মহাসড়কের এ অংশ দুর্ঘটনার ‘হটস্পট’ হিসেবে গণ্য হচ্ছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের এই অংশ এখন মৃত্যুফাঁদ বললেই চলে। রোডে এতো পরিমাণ বিটুমিন দেওয়া হয়েছে পানি হলেই রোড দিয়ে পারাপার হওয়া দুষ্কর হয়ে উঠে। দেখা গেছে ঈদের দিনে ৩ টি, ঈদের ২য় দিনে ১ টি, ঈদের ৩য় দিনে ৬টি গাড়ি একসঙ্গে দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় আহত ৪ জন, নিহত ১জন। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়ক নতুনভাবে সংস্কার হওয়ার পর থেকে ফুলবাড়ির ভিমলপুর থেকে বিজিবি ক্যাম্প ডাঙ্গাপাড়া পর্যন্ত সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। যাদের স্বজন হারায় একমাত্র তারাই জানে স্বজন হারানোর কষ্ট। সড়কে দুর্ঘটনা ঘটলে প্রশাসন প্রতিবারই দুর্ঘটনার কারণ জানিয়েই দায় সারছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত। এলাকাবাসীর দাবি আমরা নতুন করে রোডের সংস্কার কাজ চাই।