প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
** দেবতার প্রেম ** —__— সৈয়দা ফেরদৌস সুলতানা।
-
** দেবতার প্রেম **
-
------ সৈয়দা ফেরদৌস সুলতানা।
ঈশ্বর স্বর্গের উপস্থিতি দেখে নিজেকে খুঁজে পেলেন ,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অপূর্ব সুন্দরে ঘেরা ফোয়ারা।
ঈশ্বর এদিক ওদিক তাকাই ভাবে আমি তো বড্ড একা!
তখন ঈশ্বর মনে মনে ভাবছে,,,
আমি কে?
কি আমার পরিচয়?
আমাকে চিনতে পারবে কারা?
এবার তিনি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলো বলে উঠলো তবে কি আমি আমার আমিত্ববোধে আক্রান্ত!
ঈশ্বর কাঁদো কাঁদো গলায় চুপ হয়ে গেলো কিছুক্ষণের জন্য।
তারপর সজোরে নিজেকে সামলাতে চেষ্টা করলো।
ঈশ্বরের মনে প্রেমের সঞ্চার ঘটে ধীরে ধীরে।
তিনি প্রেমিক রুপে প্রেম নিবেদনে সৃষ্টি করেন ঈশ্বরীকে।
ঈশ্বর স্বর্গের উপস্থিতি ছেড়ে মর্ত্যে এলেন প্রেমলিলা সাঙ্গ করতে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.