দেবী চৌধুরানী সিনেমার টিজার লঞ্চ করলো-শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায়, দূর্গাপূজার মঞ্চে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৮ই সেপ্টেম্বর সোমবার, ভবনাথ সেন স্ট্রীট, বিধান সরণির ও হাতিবাগান এর সংযোগস্থলে, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় ও বাপী ঘোষের উদ্যোগে এবং ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় , এবারের দূর্গাপূজার মঞ্চে আনুষ্ঠানিক ভাবে শুভসূচনা হলো ,দেবী চৌধুরানী সিনেমার টিজার লঞ্চ
গানের ও সিনেমার কিছু অংশ তুলে ধরে, ৭ই সেপ্টেম্বর রবিবার ঠিক বিকেল চারটায়, দেবী চৌধুরানী আসন্ন মুক্তি প্রাপ্ত ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী সহ গোটা টিমের উপস্থিতিতে।
টিজার লঞ্চের পর ঘোড়ায় টানা গাড়িতে করে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে হাতিবাগান স্টার থিয়েটারের কাছ পর্যন্ত একটি সুন্দর প্রশেসন করেন। আজকের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন,, দেবী চৌধুরানী..সিনেমার..নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী, গায়ক দুর্নিবার সাহা, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জী , বিশিষ্ট তবলা বাদক বিক্রম ঘোষ, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র, প্রযোজক অপর্ণা দাশগুপ্ত ও অনিরুদ্ধ দাসগুপ্ত, সহ পুরো টিম এবং উপস্থিত ছিলেন
উদ্যোক্তা বাপী ঘোষ, শ্রেয়া পান্ডে, কল্যাণ সহ ক্লাবের সকল সদস্যরা, সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক ও ভগবান জগন্নাথ দেবের মূর্তি হাতে তুলে দেন।
সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জী বলেন,
প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমরা ক্লাবের সকল সদস্যদের, যাহারা আমাদের পুরো টিমকে এই ভাবে সন্মান দিলেন, কৃতজ্ঞতা জানাবো উদ্যোক্তা বাপী ঘোষ কে, তাহাদের ক্লাবে এই রকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, আর ভালো বাসা জানাবো সকল দর্শক বন্ধু ,
সিনেমা প্রেমীদের, যাহারা এই মঞ্চ আলোকিত করে রেখেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে -দেবী চৌধুরাণী, সিনেমাটি আগামী ২৬ শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে,
আজ তারি টিজার লঞ্চ করলো, আমরা কষ্ট করে এই ছবিটি বানিয়েছি, একটা নতুন ধরনের ছবি, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে, আপনাদের উপর নির্ভর করেই ডিরেক্টররা উৎসাহ ও সাহস পায় , আপনাদের ভালো লাগার উপর, আপনাদের ভালোলাগার উপর বিচার করেই , পরিচালক পরবর্তী ছবি তৈরি করতে সাহস পায় ।
আপনারা সপরিবারে দেখুন। নিশ্চয়ই ভালো লাগবে। আর একটা কথা বলবো এবারে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে, একটি সুন্দর দূর্গা পূজার থিম উপহার দিতে চলেছেন,
এবারের থিম—দুবাই। কেউ দেখতে ভুলবেন না, সবাই কয়েকটা দিন পূজোর আনন্দ উপভোগ করুন, আর সবার শেষে রইলো সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা,
, ””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””