প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম রাউজান ৬ আসনে ফজলে করিম চৌধুরী বিপুল ভোটে বিজয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম রাউজান ৬ আসনে এ বি এম ফজলে করিম চৌধুরী বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেন।
সি এম আরমান রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিপুল পরিমাণ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আগামী দিনের স্মার্ট রাউজান গড়ার কারিগর জননেতা জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী। সাংবাদিক কে জানান এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজান বাসীর উদ্দেশ্যে বক্তব্য বলেন, আজকে আপনার আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি এই ঋণ কখনো শোধ করতে পারবোনা এবং আমার সুখে দুঃখে আপনারা আছেন এবং আগামী তো থাকবেন । স্মার্ট রাউজান বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব।যদি আপনারা আমার পাশে থাকেন।পঞ্চম বারের আমি রাউজান থেকে নির্বাচিত হয়েছি। রাউজানে যে কাজগুলা রয়ে গেছে সেগুলো করার সুযোগ করে দিয়েছেন, ইনশাআল্লাহ্ দ্রুতভাবে বাকী কাজ গুলো সম্পন্ন করা হবে। রাউজান উরকিরচর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয় লাভ করেছে নৌকা প্রতীক মার্কা। উরকিরচর ইউনিয়নের সবস্তরের জনগণ কে নিয়ে আনন্দ মিছিল বের করেন ও মিষ্টি বিতরণ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাউজান উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সালাউদ্দিন তালুকদার, মোহাম্মদ মিজান চৌধুরী, প্রদীপ কুমার বড়ুয়া, আবু তাহের, সেলিম উদ্দীন চৌধুরী মিয়া, নজরুল্লাহ চৌধুরী লালু এস এম আব্দুল মজিদ, উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,ছাএলীগ অঙ্গসংগঠন ও উরকিরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.