প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন -দেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন -দেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না
দেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দেশ-বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা বলেন, আটবার নির্বাচন করেছি।, এবার আবার। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে। এসময় বিএনপির নির্বাচন বর্জন নিয়ে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি দল নির্বাচন বর্জন করেছে। মিলিটারি ডিক্টেটর থেকে যে দল সৃষ্টি তারা নির্বাচন ভয় পায়। কারণ তাদের জনসমর্থন থাকে না। বিদেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য তিনি নিজের, পরিবার ও দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন। আমাদের দেশটা অনেক সুন্দর। এসময় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে পুতুলসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে ২৯৯টি আসনের মধ্যে ২২৫টিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২২২ আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬২ আসনে। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং জাসদ জিতেছে একটি করে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.