শিপন উদ্দিন, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের নদী ভাঙনে স্থায়ী সমাধান চায় এলাকাবাসী। গত বছর নদী ভাঙ্গনে নিঃস্ব হয়েছে প্রায় 500 পরিবার। এবার আসছে বর্ষাকাল নদীতে পানি বারর সাথে সাথেই শুরু হয়েছে নদী ভাঙ্গন। গত বছর অনেক পরিবার ঘরবাড়ি সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়েছে। নদী ভাঙ্গন রোধে কোন স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে গত বছরের মত এবারও পুরো গ্রাম নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে । প্রায় এক হাজার পরিবার হয়ে পড়বে গৃহহীন। নদী ভাঙ্গন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হলে অবশ্যই নদীতে দূরত্ব বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। এলাকায় বেড়িবাঁধ নির্মাণ হলেই নদী ভাঙ্গন রোধ করা সম্ভব। কিছুদিন আগে কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ বালির বস্তা ফেলে নদী শাসনের কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন কলাতিয়া ধলেশ্বরী নদী ভাঙ্গন দীর্ঘদিনের সমস্যা আমরা চেষ্টা করে যাচ্ছি নদী ভাঙনে স্থায়ী সমাধান করার জন্য আমার সাথে পানি উপ মন্ত্রীর সাথে কথা হয়েছে সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে এ বছরের শেষ নাগাদ নদী ভাঙ্গনে স্থায়ী সমাধান হবে বলে তিনি জনগণকে আশ্বস্ত করেন।