চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- চৌহালী) আসনে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সহ সভাপতি মো আরিফ সরকার (বিএসসির) নেতৃত্বে উমারপুর ইউপির ছলেরচর বাজার থেকে অর্ধশতাধিক মোটর সাইকেল নিয়ে এলাকার বিভিন্ন বাজারসহ বিভিন্ন গ্রামে শো ডাউন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির উপদেষ্টা আঃ কাদের বিএসসি, উপদেষ্টা মো হেলাল উদ্দিন সরকার,বিএনপি উপদেষ্টা জাকির সরদার,৭নং ওয়াড বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন,৬ ওয়াড বিএনপির আহবায়ক মো, সাচ্চু মোল্লা, ৮ নং ওয়াড বিএনপির সায়েদ সরদার, মতিন মোল্লা, আলতাব হোসেন, রাজ্জাক সরকার, আঃ ছাত্তার, মিলন পরামানিক, বাশার মোল্লা, আমোদ মোল্ল, হান্নান মেলেটারি প্রমুখ। সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম এর পক্ষে শো ডাউন- উমারপুরের সোলের চর বাজার থেকে শুরু করে , হাটাইল বাজার, হাপানিয়া বাজার, পাথরাইল বাজার, চর পাচুরিয়া, দত্তকান্দি সহ বিভিন্ন এলাকায় শো ডাউন করা হয়। এতে শোডাউন ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে উমারপুর ইউনিয়ন পুর্ব অঞ্চল।