নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ।
নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামে একটি বাড়ীর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া যুবতীর পরিচয় শনাক্ত করেছেন পুলিশ। নি’হ’ত নারীর নাম মিতু বানু (২৬) মহাদেবপুর উপজেলার শরিফপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়,মিতুর এখনও পযর্ন্ত তিনটি বিয়ে হয়েছে মিতুর প্রথম বিয়ে হয় নওগাঁর শিকারপুর গ্রামের সাকিব হোসেনের সঙ্গে। বিয়ের পর স্বামী সৌদি আরবে চলে যান।
ওই সংসারে তাদের একটি সাত বছরের সন্তান রয়েছে। পরবর্তীতে পরকী*য়ার জেরে ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর শরিফপুর গ্রামের শুভ নামের এক যুবকের সঙ্গে মিতুর দ্বিতীয় বিয়ে হলেও এক বছর পর সেই সংসারও বেশি দিন টিকেনি ভে’ঙে যায়। গত বছর নওগাঁর তিলকপুর গ্রামের রিপন নামের এক যুবকের সাথে বিয়ে হয় মিতুর।
রিপন গত ৪ মাস আগে ঢাকায় চলে যায়। এরপর গত ডিসেম্বর মাসে মিতু নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন। নি’হ’তের বাবা মিরাজুল ইসলাম জানান, তিন দিন আগে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিলো না।
দুপুরে ভবানীপুর গ্রামের একটি টয়লেটের সেপটিক ট্যাংকে এক নারীর ম*রদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম*রদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মিতুর বাবা সিরাজুল ইসলাম নওগাঁ সদর থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেছেন। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাড়ীর মালিক মনজের হোসেন নামের একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব শীঘ্রই বাকিরা ও ধ’রা পরবে।