নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মোঃ ইমরান হোসেন নামের এক বাস চালকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করায় সেই বাস চালকের মুক্তির দাবিতে গত সোমবার থেকে বাস শ্রমিকদের কর্মবিরতি চলছে। শ্রমিকদের কর্মবিরতির কারনে সোমবার দুপুর থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে বাস চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এর মধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির মধ্যে হঠাৎ করে এভাবে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন পেশার মানুষজন। যায়, গত ৩০ জুন সন্ধ্যার দিকে নওগাঁ জেলা সদর উপজেলার জলিল শিশু পার্কের সামনে হানিফ পরিবহনের একটি বাস অটো বাইক ও মাইক্রো বাসকে সজোরে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হয়। এ বিষয়ে নওগাঁ সদর থানায় পরের দিন ১ জুলাই ৯৫/৯৮/১০৫ ধারায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হলে। সেই মামলায় নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌড়ী গ্রামের আসলাম হোসেনের ছেলে বাসের চালক ইমরান হোসেনের পক্ষের আইনজীবী সোমবার বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। তাকে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেওয়ার পর থেকেই জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে বাস চালক ও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এব্যাপারে নওগাঁর চৌমাশিয়া বাজার বাস স্টান্ডে রাজশাহী যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যাত্রী বলেন, একদিকে বৃষ্টি, অপরদিকে বাস বন্ধ থাকায় আমরা মহা-বিপদে পড়েছি। এসময় ৩ শিশু সহ দাঁড়িয়ে থাকা ২ জন নারী জানান, আমাদের রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন যে কোন ভাবে আমাদের রাজশাহীতে যেতে হবে। বাস না চলায় সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলেও তারা অভিযোগ করেন। তবে খোঁজনিয়ে জানাগেছে, বাস চলাচল বন্ধ থাকার সুযোগে সিএনজি ও অটোরিকশা চালকরা নির্ধারিত ভাড়া না নিয়ে নিজেদের ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছেন। দূর্ভোগের শিকার যাত্রী সাধারন অবিলম্বে এ সমস্যার সমাধান চান। এবিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার জন্য আমাদের একজন শ্রমিককে জামিন না মঞ্জুর করে গত সোমবার জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। সে কারণে নওগাঁর বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছে। কখন থেকে বাস চলাচল শুরু হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ ১১ টার দিকে শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।