নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা মর্জিনার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় আট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন।
নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
মামলায় আসামিপক্ষে শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।