নওগাঁর আত্রাই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও তিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, তিলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১৭৮০ জন কৃষককে আউশ ধানের বীজ এবং ২০কে তিলবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। আউশ চাষের জন্য প্রতি বিঘায় ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিল চাষের জন্য প্রতি কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদন করা হয়েছে। কৃষি প্রনোদনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার তিনি। তিনি বলেন, “প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।” এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাফলা আক্তার, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।