প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ণ
নওগাঁর মান্দায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে
মান্দায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে
নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর মান্দায় খোর্দ্দ বান্দাই খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর মোল্লা সহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোক পার্শ্ববর্তী খোর্দ্দ বান্দাই খাড়া গ্ৰামের মোঃ মিঠুন মোল্লা কে সভাপতি নির্বাচিত করে।

জানা যায় সে চাকরি করে ব্যাংক ইনজিয়োতে আরো জানা যায় যে সে সপ্তাহে একদিন বাসায় আসে। এ নিয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মমতাজ, মনোয়ার হোসেন, ও শরিফ ওই কমিটির সভাপতি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন সভাপতি গঠনের দাবি জানিয়ে মান্দা উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর মোল্লা সঙ্গে কথা বললে তিনি জানান অফিস আমাকে যেভাবে কমিটি গঠন করতে বলেছে আমি ওই ভাবেই করেছি, এখন পর্যন্ত কমিটির তালিকা অফিসে সাবমিট করিনি। এ বিষয়ে , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জাহার সঙ্গে কথা বললে তিনি জানান, ভারপ্রাপ্ত শিক্ষক হাফিজুর মোল্লা অফিস সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ম অনুযায়ী হওয়ার কথা, যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব ।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.