প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে কিশোরকে আটক
নগর সংবাদ।।নওগাঁর মান্দায় ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বিকেলে উপজেলার লক্ষনপুর গ্রামে একটি শিশুকে ফুসলিয়ে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। এরপর বিষয়টি পরিবারকে জানিয়ে দিতে চাইলে মুখে কাপ ঢুকিয়ে ওই শিশুকে হত্যা করে কিশোর। এরপর প্রতিবেশীরা সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই গ্রাম থেকে কিশোরকে আটক করে। আটকের পর ধর্ষণ ও হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে শিকার করেছে ওই কিশোর।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.