প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ
নওগাঁ আত্রাইয়ে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা
আত্রাইয়ে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা
শাহাদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার
নওগাঁ নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের নওদুলী বাজারে দোকান মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করে তিন মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস। এ সময় নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রুবেল আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় তিন মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রুবেল আহমেদ বলেন, পেঁয়াজের মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করাসহ মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়েছে। এবং এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.