প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ণ
নওগাঁ ধামইরহাটে র্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক
নগর সংবাদ।।ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন এলাকা থেকে বৃহস্পতিবার ভোর রাতে ৯শত গ্রাম গাঁজাসহ তাদের আটক করে জয়পুরহাটের র্যাব সদস্যরা। সূত্র জানায়, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির, (ই), বিএন ও ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে ০৮ জুলাই ভোর পৌনে ৫ টায় ধামইরহাট ইউনিয়নের তেলিপাড়া (আঙ্গুরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ৯শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম মন্ডল (৫০), ও ওবায়দুল ইসলাম মন্ডলের ছেলে মোঃ সাইয়ুম হোসেন (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। কোম্পানী কমান্ডার জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানায়। এ বিষয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়ে
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.