নগর সংবাদ।।সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- লকডাউন পরবর্তী করোনা মহামারি ঠেকাতে জনবহুল দোকানে ক্রেতাদের মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহার নিশ্চিত এবং গণ সচেতনতা সৃষ্টির লক্ষে এবার মিষ্টির দোকানে বসছে চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথ। এর ফলে দোকানে আগত ক্রেতা সাধারণ করোনা প্রতিরোধক বুথ থেকে বিনামূল্যে পাবে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার সেবা। আজ বিকেল ৪ঘটিকায় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে ফুলকলি মিষ্টি বিতানে এই করোনা প্রতিরোধক বুথের উদ্ভোদন করেন বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় উপস্থিত ছিলেন ফুলকলি মিষ্টি বিতানের মহাব্যবস্থাপক এম এ সবুর, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী,নাসির উদ্দীন ফাহিম,রুবেল সিকদার,দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম,জাহিদ হাসান সাইমুন,মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল প্রমুখ। বুথের উদ্ভোদনের সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন,লকডাউন পরবর্তী এই সময়ে করোনা সংক্রমন নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থবিধি মেনে চলা আমাদের নাগরিক দায়িত্ব। এই স্বাস্থ বিধির মূল উপকরণ মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার। আমরা যদি নিজ নিজ ব্যবসা প্রতিষ্টানে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সেবা নিশ্চিত করতে পারি তবে আমাদের সংক্রমনের হার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, দেশকেও আর দীর্ঘ মেয়াদী লকডাউনের সিদ্ধান্তে যেতে হবে না।এতে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক চাকা সচল থাকবে।তাই আসুন আমরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্টানে স্বাস্থ সুরক্ষা নিশ্চিত করি।