””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
ঘটকপুকুর ভদ্রা রোড স্বাস্থ্যপরিসেবার নতুন দিগন্তর জীবন সুরকার নার্সিংহোম এবং শুভ উদ্বোধন করলেন এমডি ইন্দ্রনীল শ্রীমানি এবং বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।

21 শে ডিসেম্বর রবিবার, সকালে ১১ টায়, সোনারপুর স্টেশন থেকে ঘটকপুকুরে বদ্রা অঞ্চলে স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা হলো, ইন্দ্রনীল শিমানির উদ্যোগে।

জীবন সুরক্ষা নার্সিংহোম এবং ম্যাক্স মেডির উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসার কথা ভেবে মাত্র কুড়ি টাকায় ওপেনিং শুরু করলেন। সাধারণ মানুষের কথা ভেবেই এই নার্সিংহোম নিয়ে এলো স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত আলী মোল্লা ব্যান্ড এম্বাসেডর অভিনেত্রী সুনিতা মন্ডল, জনপ্রিয় অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দত্ত বর্মন, এবং রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ


এবং সমাজের নানা স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফিতে কেটে এবং প্রদীপ প্রজননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নার্সিংহোমের এবং ম্যাক্স মেডির শুভ উদ্বোধন করলেন অতিথিবৃন্দরা।

ডক্টর ইন্দ্রনীল শিবাণী এই মানবিকতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গ্রামবাসীরা। তাদের মতে এতদিন উন্নত চিকিৎসার জন্য দূরে যেতে হতো। কিন্তু এই নার্সিংহোম চালু হওয়ায় জন্য স্থানীয় মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না,

প্রতিটি মানুষের জন্য এই নার্সিংহোম স্বল্প খরচে চিকিৎসা সুব্যবস্থা পাবেন। উদ্বোধনী মঞ্চ থেকে ডক্টর ইন্দ্রনীল শিবাণী জানান, চিকিৎসার যেন বিলাসিতা না হয়ে মানুষের মৌলিক অধিকার হয় এই ভাবনা থেকেই জীবন সুরক্ষা নার্সিংহোম পথ চলা শুরু।

সব মিলিয়েই ঘটকপুকুর ও আশেপাশের এলাকার মানুষদের কাছে এই নার্সিংহোম আশার আলো হয়ে উঠুক বলেই মনে করছেন সকল এলাকাবাসী।

তিনি বক্তব্যে বলেছেন এইরকম আরো দূর দুরন্ত অঞ্চলে এই ধরনের নার্সিংহোম আগামী দিনে ওপেনিং করতে পারেন। এই আশাই রাখেন তিনি।