প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ২:৫৯ পূর্বাহ্ণ
নন্দীগ্রামে টাকা পুরায় বিজেপি কর্মীরা, বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, দাবী তৃণমূলের।
নন্দীগ্রামে টাকা পুরায় বিজেপি কর্মীরা, বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, দাবী তৃণমূলের।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ বৃহস্পতিবার, তৃণমূলের দাবী, নন্দীগ্রামে টাকা পুরাই বিজেপি কর্মীরা, তাই বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, এবং বোমা বিস্ফোরনে আহত তিনজন, আহতো তিনজন হলো,
গোকুল বেরা ,শুভাশিস গায়েন ও তপন ঢালী, স্থানীয় সূত্রে খবর মেদিনীপুরের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের, টাকাপুর এলাকায়, গোকুল বেরার ছোট্ট একটি মাটির বাড়িতে পনেরো কুড়ি জন বোমা বাঁধছিল, আচমকা কয়েকটি বোমা ফেটে যায়।
ওর পাওয়ার সাথে সাথে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ওর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী, আহত তিনজনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোন হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।
তবে সঠিক খোঁজ পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ ,এলাকায় অশান্তি পাকানোর জন্যই বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল, এই অভিযোগ অস্বীকার করে ,
পাল্টা বিজেপির দাবী, তৃণমূলের লোকেরা জোর করে বিজেপির বাড়িতে বোমা মজুদ করে বিস্ফোরণ ঘটিয়ে, বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে। তবে সঠিক কারন কোন জানা যায়নি ,প্রশাসনিক তরফ থেকে তদন্ত চলছে। কারণ খতিয়ে দেখছে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.