.....ভূতের রাজা দিল বর এ .......... আজ ৮ ই এপ্রিল শনিবার ,সন্ধ্যে সাতটায়, যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের সন্নিকটে,, ভূতের রাজা দিল বর কিচেনে ... নববর্ষ ও অক্ষয় তৃতীয়া সঙ্গে নিয়ে, একটি নতুন মেনুর শুভ সূচনা করলেন এবং একটি সুন্দর টাইটেল সঙয়ের শুভ সূচনা করলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে..... যিনি এর উদ্যোক্তা স্বয়ং ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজীব পাল মহাশয়। ... এই শুভ সূচনা উপস্থিত ছিলেন এবং যারা ভিডিও অ্যালবামটিতে অভিনয় করেছিলেন,, তারা হলেন, সন্দীপ ভট্টাচারিয়া, প্রিয়াঙ্কা ভট্টাচারিয়া, রাহুল দেব বোস, রোহন ভট্টাচারিয়া,
মৌবনী সরকার, নির্ঝর মিত্র, রনিতা দাস, সুপর্ণ কান্তি ও অন্যান্যরা,, এই উপলক্ষে অক্ষয় তৃতীয়ায় একটি দর্শকদের জন্য এবং পেটুক রসিকদের জন্য ভূতের রাজা দিল বরে অফার রেখেছেন 18 টি পোতে,, মূল্য ১৮০ টাকা, কর্ণধার জানালেন আমাদের প্রত্যেকটি আউটলেটে এই কুপনের মাধ্যমে এই সুযোগ মিলবে অক্ষয় তৃতীয়ার দিন, প্রতিটি আউলেটে পাঁচ থেকে ছয়শো কুপন দেওয়া হবে, ,, আগের বছরও তিনি নববর্ষের আগে নতুন পোত অর্থাৎ মেনু শুভ সূচনা করেছিলেন, এ বছরও একইভাবে তিনি নতুন পোত ও মেনু শুভ সূচনা করলেন, কিন্তু এবারে নতুন আকর্ষণ একটি ভিডিও টাইটেল সঙ।, যা খাদ্য রসিকদের মন কাঁরবে আশা করছেন, তিনি জানান বাঙালী খাবার মানেই , সত্যজিৎ রায়ের ছবির কথা মনে করে দেয় বিভিন্নভাবে, হীরক রাজার দেশ থেকে শুরু করে ভূতের রাজা দিল বর আর আজকে
সেই ভূতের রাজা নতুন মেনু উপহার দিল দর্শকদের জন্য।, সত্যিই না ভেতরে ঢুকলেই আর না খেলে হয়তো অনেক কিছুই মিস করবেন আর ভূতের রাজা কে কাছে পাবেন না আর এই খানে এসে খেতে গেলি, আপনাকে ভূতের কাছে বর চাইতে হবে খাওয়ার জন্য, অন্যান্য রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা, মেনু দেখে অর্ডার দিলেও পাবেন না খাবার, আগে আপনাকে ভুতের রাজার কাছে খাবার চাইতে হবে। তবেই মিলবে আপনার খাবার।,.... বেশ কয়েকটি জায়গায় এই ভূতের রাজা দিল বর শুরু হয়েছে ,যেমন যাদবপুর, শিলিগুড়ি, কল্যাণী, সোদপুর, সল্টলেক ,চন্দননগর..…. তবে কর্ণধার রাজীব পাল জানালেন বাঙালীয়ানা খাবার অনুপাতে, আমাদের মূল্য ৬৫০ টাকা থেকে শুরু ১৪০০ টাকা পর্যন্ত, মিলবে ভেটকি, চিংড়ি, কাঁকড়া ,চেতল, চিকেন, ইলিশ ,মটন সব ধরনের মাছ ও মাংস , কাতলা পাবদা ,থেকে শুরু করে বিভিন্ন জিভে জল আনা খাবার ও আইটেম, মিলবে দই ,মিষ্টি ও চাটনি ও পাঁপড় ভাজা, আর খেতে বসে মনকে আন্দোলিত করবে ভূতের রাজার টাইটেল সং,,,,,,,। আর আপনার খাওয়ার টেবিলের চতুর্দিকে থাকছে ভূতের দেশ, এই সুন্দর মনোরম তৃপ্তি, ভূতের রাজা দিল বর খুঁজে পাবেন ,এবং আসতেই হবে।..........।