নববর্ষের সকালে পুজো দিতে ভিড় জমিয়েছে ভক্তরা ডালি নিয়ে কালীঘাট মন্দিরে ।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ১৪ই এপ্রিল রবিবার, নববর্ষের শুরু ও প্রথম দিন, ভোর থেকেই মানুষেরা পুজো দিতে ভিড় জমিয়েছে কালীঘাট মন্দিরে, এক দিকে নববর্ষ একদিকে হালখাতা, দূরদূরান্ত থেকে পুজো দিতে তাই কালীঘাট মন্দিরে,
কেউ কেউ এসেছেন লক্ষ্মী গণেশের পূজো দিয়ে দোকানে প্রতিষ্ঠা করতে আবার কেউ কেউ এসেছেন বাড়ির ফ্যামিলি নিয়ে বছরের প্রথম দিনটা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে পুজো দিতে, যাতে ১৪৩১ দিনগুলি ভালো যায় ভালো কাটে। দিকে যেমন ডালি নিয়ে মন্দিরে লাইন, ঠিক উল্টো দিকে পূজিত হচ্ছে শীতলা মায়ের,
ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের ধ দিয়ে লক্ষ্মী গণেশকে পুজো করছেন ,আবার পাশে শীতলা মায়ের পুজো করছেন, শুধু তাই নয় ,দেখা গেল ঠিক মন্দির চত্বরের পাশে, একটি সমাজসেবী সংস্থা বিনা পয়সায় পুজো দিতে আসা ভক্তদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছেন।, মিলি কালীঘাট চত্বরে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে,
গরম যতই পড়ুক না কেন, বাবার কাছে পুজো দেয়ার জন্য তারা লাইনে একইভাবে দাঁড়িয়ে, প্রশাসনিক তৎপরতায় এবং সহযোগিতায় কিছু কিছু করে তারা মন্দিরে প্রবেশ করাচ্ছেন
এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে মায়ের মন্দিরে পূজো দেয়ার জন্য ডালি কিনতে ভিড় জমাচ্ছে দোকানে,
এবং দেখা গেছে পুরোহিতকে সঙ্গে নিয়ে তারা মন্দিরে প্রবেশ করছেন লাইনে এর মধ্য দিয়ে। আজ নববর্ষ, তাই বাঙ্গালীদের একটা বড় উৎসব, কি হালখাতা অন্যদিকে বাসন্তী পূজা তার মধ্যে আজকের দিনটা নতুন জামা কাপড় পড়ে কিছুটা আনন্দ উপভোগ করা, বাঙালি মানেই খাওয়া পেটুক, তাই আজ সারাদিন চলবে হইহুল্লোড় আনন্দ আর জমিয়ে আড্ডা। দোকানে চলবে হালখাতা, পুরানো হিসাব মিটিয়ে , নতুন করে খাতা খোলার কাজ, আর মিষ্টি মুখ করানো। আবার দোকানে ধুমধাম এর মধ্যে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা করছেন।