নবমীর রাতে, কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারে, "অপারেশন সিঁদুর " দেখার জন্য মানুষের ঢল।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১লা অক্টোবর , বিতর্কিত পূজা মন্ডপকে ঘিরে যে ঝড় উঠেছিল, বারবার পুলিশের বাধা, এমনকি বন্ধ করে দেওয়ারও একটা পরিকল্পনা ছিলো, বারবার পূজা মণ্ডপ নিয়ে ঘটেছে বিতর্ক, দর্শনার্থীদের চলার পথ আটকে দেওয়া, রাস্তা ছোট করে দেওয়া, এমনকি বাধ্য হয়েছিলেন পুলিশের এই ধরনের ব্যবহারে পূজোর উদ্যোক্তা সজল ঘোষ পুজো বন্ধ করে দেয়ার পরিকল্পনাও নিয়েছিলেন, তিনি বলেন বারবার প্রশাসনের একটা না একটা অজুহাত চলতে থাকায়, পুজো করা সম্ভব নয়। কিন্তু হাজার চেষ্টা করেও পারেনি প্রশাসন পুজো বন্ধ করতে, যত বিতর্ক দেখা দিয়েছে তত মানুষের ঢল নেমে এসেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। এবারের ভাবনাকে ঘিরে জনজোয়ারে পরিণত হয়েছে।
নববীর রাতে কলকাতার নামকরা সন্তোষ মিত্র স্কোয়ার, এবারের ভাবনা ছিল " অপারেশন সিঁদুর" সেই অপারেশন সিঁদুর দেখার জন্য, দূর দুরান্ত থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় কখন দেখবেন , এই অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুর স্তব্ধ করে দিয়েছিল যুদ্ধ, ভারতের সেনাবাহিনী জয়ী হয়েছিলেন, ভারতকে রক্ষা করেছিলেন,
আজ সেই " অপারেশন সিঁদুর" দেখার জন্য জনজোয়ার, মাঝে মাঝে দর্শকদের উল্লাস, পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছেন ভীড় সামলাতে,
আগত দর্শনার্থীরা শয়ে শয়ে মোবাইলের টচ জ্বালিয়ে আস্তে আস্তে মন্ডপের দিকে এগোতে থাকেন, কাহারাও বলে উঠেছেন দেশকে মনে করিয়ে দেয়ার জন্য এবং এবং দেশের কোটি কোটি মানুষের জন্য এমন একটা ভাবনা ভাবা যায় না।, আজ আমরা ট
থিমের মধ্য দিয়ে যুদ্ধের দামামা ও সমাপ্তি দেখলাম। ভারতীয় সেনাবাহিনীর জয়ের ধ্বজা দেখলাম, ভারত মাতা কে দেখলাম, আমরা সজল ঘোষের এই ভাবনাকে সাধুবাদ জানাই, যেভাবে থিমের মধ্য দিয়ে প্রতিমার রূপ দিয়েছেন। দূর থেকে আমাদের আশাটা সার্থক হয়েছে।
এই পুজো দেখতে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ,আসানসোল, নদীয়া, ডায়মন্ড হারবার, ক্যানিং, এমনকি জলপাইগুড়ি থেকেও পুজো প্রেমীরা এসে উপস্থিত হয়েছেন পূজা মন্ডপে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””