৮ই জানুয়ারি বৃহস্পতিবার, এ বং পজিটিভ নাট্যদল আয়োজিত, ৭ ই জানুয়ারি বুধবার ঠিক বিকেল সাড়ে চারটায়,হেদুয়া পার্ক সংলগ্ন,উরকুহাট স্কোয়ারে শুভ সূচনা হলো,নবম তম বর্ষের,

উত্তর কলকাতার পথ শিল্প উৎসব রংমশাল ২০২৬ । আর এই নবম তম বর্ষে একটি সুন্দর ট্যাগ লাইন দিয়েছেন,” তোমার রঙে আমার রং” সার্থক হয়ে উঠেছে।


উপস্থিত ছিলেন,বিধায়িকা সুপ্তি পান্ডে, উপস্থিত ছিলেন শ্রেয়া পান্ডে, বাসব্যতা চ্যাটার্জী, সুপ্রতিম দাস, স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল মধুমঞ্জরী মন্ডল, এ বং পজিটিভ এর প্রেসিডেন্ট শ্যামল দাস,


মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও হাতে এক করে সহজ পাঠ দিয়ে সম্মানিত করেন।
এই উৎসব চলবে ৭ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত। এই উৎসবটি এ বং পজিটিভ নাট্যদল এর প্রয়াস।

আর এই প্রয়াসের মাধ্যমে প্রাচীন শিল্প কলাকে তুলে ধরা। এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া

এই ৫ দিনের উৎসব ঘিরে রয়েছে বিভিন্ন হাতের কাজের স্টল, কম্পিটিশন, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপস্থিত থাকবেন সিনেমা ও সিরিয়াল জগতের কলাকুশলীরা। যে সকলের মধ্য দিয়ে একি মঞ্চে নতুন প্রতিভাকে তুলে ধরা। এই মঞ্চ নতুন প্রতিভাদের এগিয়ে চলার পথ দেখায় উৎসাহ যোগায়। আর বিভিন্ন শিল্পকে তুলে ধরার চেষ্টা করে

থিয়েটার, আবৃত্তি, সংগীত, নৃত্য ও পারফর্মেন্স আর্ট এর মাধ্যমে রংমশাল হয়ে উঠেছে এক মুক্ত অভিব্যক্তির মশাল। যা শিল্প মনষ্ক মানুষের হৃদয়ে আলো জ্বালায়।

এই উদ্যোগের মাধ্যমে এ বং পজিটিভ বিশ্বাস করে শিল্প শুধুই বিনোদনের নয়। বরং সমাজকে দেখার এক শক্তিশালী মাধ্যম। রংমশাল সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে। যেখানে নবীন অভিঞ্জ প্রান্তিক শিল্পীরা এক সময় মঞ্চে নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে।

আপনারাও আসুন এই উৎসবে যোগ দিন, আপনার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করুন, আপনারা এগিয়ে আসলে ও উৎসাহ দিলে, আমরাও এগিয়ে যাবো।
