১] মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। -আবু দাউদ:৪১৬০
২] রাতে অযু অবস্থায় ঘুমানো। -ফাতহুল বারি:১১/১১০
৩] মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। -মুসনাদে আহমাদ: ২৭৫০৮
৪] যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া। -সুনানে তিরমিজি: ২৪৭৮
৫] খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। -মুখতাসার যাদুল মায়াদ:১/২৭
৬] নফল ও সুন্নত নামাজ গুলো ঘরে পড়া। -সহিহ বোখারী:৭৩১
৭] ধোয়া উঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। -বায়হাকি:৪২৮
৮] মাঝে-মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে
নিজের কষ্ট গুলো আল্লাহ কে বলা। -সহিহ মুসলিম:২৫৩১
৯] কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে,আমি জানি না। -বায়হাকি: ১৭৫৯৫
১০]রাতে স্ত্রী কে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। -সহিহ বোখারী:৫২১১