প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
নরসিংদীতে চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ(জয় বনিক) গুলিবিদ্ধ
নরসিংদীতে চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ(জয় বনিক) গুলিবিদ্ধ
- মাহবুব আলমঃ
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হয়ে ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৯ জুন) সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের আলিপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- সদর মডেল থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক মিয়া (৪৫), স্থানীয় দোকানী জামিনা বেগম ও ফরহাদ। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরেই আলিপুরা অঞ্চলের ইসমাইল কোম্পানি ও শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। গতকাল মঙ্গলবার রাত থেকেই আধিপত্যের জের বাড়তে থাকলে সকাল থেকেই তা সংঘর্ষে রুপ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে পূনরায় সংঘর্ষে জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআইসহ দুই গ্রুপের আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গুলিবিদ্ধরা গ্রেফতারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ত্যাগ করেন। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলিপুরা অঞ্চলের ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.