নরসিংদীর বেলাবোতে প্রাক্তন এক ছাত্রীকে বাসায় ডেকে এনে অশালীন আচরণ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে মুক্তার হোসেন নামের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অশালীন আচরণ, শ্লীলতাহানির চেষ্টাসহ অসঙ্গতিপূর্ণ কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৬ মে) দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।
মামলা সূত্রে জানা য়ায়, গত ২৪ এপ্রিল সকালে প্রধান শিক্ষক মুক্তার হোসেন প্রাক্তন ওই ছাত্রীর মোবাইল ফোনে কল করে তার বাসায় খাওয়ার জন্য দাওয়াত দেন। দাওয়াত খেতে দুপুরে ওই ছাত্রী তার বাসায় যান। সেখানে যাওয়ার পর দেখা যায়, বাসায় কেউ নেই। এসময় প্রধান শিক্ষক তাকে একা পেয়ে বিভিন্ন অশালীন আচরণসহ শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার কথোপকথন ওই ছাত্রী তার নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন। পরে তিনি কৌশলে ওই বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। ওই ঘটনার পরপরই প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য বেলাবো থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নরসিংদী মডেল থানায় হস্থান্তর করা হয়।
অডিওটির ঘটনাস্থল নরসিংদী শহর হওয়ায় ওই শিক্ষককে রাতেই নরসিংদী মডেল থানায় পাঠায় বেলাবো থানাপুলিশ। এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে রাত ১২টার দিকে সদর থানায় মামলা করেন। আজ দুপুরে গ্রেফতার মুক্তার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।