প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ২:১৩ পূর্বাহ্ণ
নাঃগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলায় কবিদের উত্তরীয় দিয়ে বরণ
নাঃগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলায় কবিদের উত্তরীয় দিয়ে বরণ
নিজস্ব প্রতিনিধি- ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টাউন হল প্রাঙ্গণে ৯ দিন ব্যপি বই মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনারের মোঃ সাবিরুল ইসলাম। ৯ দিন ব্যপি এই বই মেলায় শিশু থেকে বয়স্ক এবং শিক্ষার্থীদের ও অভিভাবকদের উপচে পড়া ভীর লক্ষ করা যায়। লেখক ও পাঠকদের উপস্থিতিতে প্রতিদিন ছিলো মঞ্চে কবিদের স্ব রচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৮ ফেব্রুয়ারী বুধবার বই মেলার ৮তম দিন বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে বই মেলার কবিতা মঞ্চে প্রায় ১৫০ হতে ২০০ তালিকাভূক্ত নারায়ণগঞ্জ জেলার কবিদের উত্তরীয় দিয়ে সন্মাননা জানানো হয়। কবিদের এ সন্মাননা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা ও তার সহধর্মিণী । এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ নূরুন্ নবী, কবি মুজিবুল হক কবীর , কবি রুমন রেজা, কবি তারাপদ আচার্যসহ নারায়ণগঞ্জ জেলার সনামধন্য গুণী কবিগণ। জেলা প্রশাসনের নির্দেশনায় কবিদের স্ব রচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দ্বায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র। এ সময় অতিথিদের হাত থেকে উত্তরীয় গ্রহণ করেন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংগঠনের সভাপতি ও দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা'র নির্বাহী সম্পাদক কবি মোঃ শফিকুল ইসলাম আরজু।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.