প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
নাকতলা উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির..।
নাকতলা উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির..।
রিপোর্টার ,,,কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ২৮শে মে রবিবার সকাল ১০ টায়, শুরু হয় নাকতলা উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে, এবং বাংলার পুজোর মুখ দুর্গোৎসব কমিটির পরিচালনায়, ও প্রয়াত ক্লাব সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে ,এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজকদের আমন্ত্রনে টিম নন্টে ফন্টে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদেরকে উত্তরীয় পরিয়ে ও একটি করে চারা গাছ দিয়ে এবং সুন্দর একটি বাঁধানো ছবি উপহার দিলেন, এবং নন্টে ফন্টে টিম থেকে একটি সুন্দর কেক কেটে সকলকে মিষ্টিমুখ করালেন ও থ
্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হলেন, এবং তাদের নিয়ে একটি বই তৈরি করার পরিকল্পনা করলেন........। উপস্থিত ছিলেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী, গণমাধ্যম মার্কেটিং অধিকর্তা রানা বসু ঠাকুর, অভিনেতা সুমিত সমাদ্দার, সোহম বসু রায় চৌধুরী, ও কৃষ্ণ ব্যানার্জি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী ,একশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস, এবারের পূজোর থিম মেকার প্রদীপ দাস ,সঞ্চালক মোনালিসা হালদার ও ক্লাবের সোশ্যাল অ্যাক্টিভিটিস সন্দীপ দাশগুপ্ত মহাশয় সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং মহিলা সদস্যবৃন্দরা...
সকলকেই একইভাবে উত্তরীয় ও চারা গাছ দিয়ে সম্মানিত করেন এবং আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি ছোট ছোট থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু যাদের হাতে মন্ত্রী পাখা ,ফুল ও মিষ্টি তুলে দিলেন, এবং তাদের আরোগ্য কামনা করলেন, প্রাই 150 থেকে 200 রক্তদাতা আজকে রক্তদান শিবিরে রক্ত দিয়ে নিজেদেরকে ধন্য মনে করলেন এছাড়াও বেশ কিছু মানুষ তাদের শরীর পরীক্ষা করালেন।.....সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সকলে একটি কথা বললেন নাকতলা উদয়ন সংঘ সারা বছর বিভিন্ন সময় সেবামূলক কাজ করলেও এই রক্তদান তাদের কাছে একটি বড় পাওয়া, বেশ কিছু ছোট ছোট থ্যালাসেমিয়া শিশুর জীবন বাঁচিয়ে রাখে , তাদের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং এই ধরনের কাজের পাশে আমরাও থাকতে চাই এবং আমরা উদয়ন সংঘ ক্লাবের পাশে থাকবো, আজকে যে সকল ব্লাড ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উদয়ন সংঘ ক্লাবকে তারা হলেন ভরুখা ব্লাড ব্যাংক ও কোঠারি ব্লাড ব্যাংক, তাদের সকলকে সহযোগিতা করার জন্য ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানালেন,,,, ক্লাবের তরফ থেকে একটি কথাই জানালেন আমরা এই সকল ছোট ছোট শিশুদের পাশে আছি থাকব, এবং যাহারা কোন রকমে কোন বিপদে পড়বে বা রক্তের দরকার হবে আমাদের কাছে এসে জানাবেন নিশ্চয়ই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ,, যে সকল রক্তদাতা আজকে রক্ত দিলেন তাদেরকে ক্লাবের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানালেন এই মহৎ উদ্দেশ্যকে সফল করার জন্য..
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.