প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৪, ২:৪৩ পূর্বাহ্ণ
না’গঞ্জ সরকারী তোলারাম কলেজে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত
না'গঞ্জ সরকারী তোলারাম কলেজে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷ অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷ নিরব রায়হান ও সাইদুর রহমানের উপস্থাপনায় এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ। কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.