নাগরপুরে নিউজ পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকী, সংবর্ধনা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 'দেশের কথায় আমরাই সর্বদায়' এই স্লোগানকে ধারণ করে ডেইলি নিউজ বাংলা ২৪ এর সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দুইজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার( ২ মে) বিকালে নাগরপুর সদর বাজারে নিউ ধানসিড়ি রেস্টুরেন্টে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেইলি নিউজ বাংলা ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়ে, নিউজ বাংলা ২৪ এর সম্পাদক ও প্রকাশক মো. রেজাউল করিম উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সোলাইমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান বকুল। উক্ত অনুষ্ঠানে নিউজ পোর্টালের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে, কোরআন তেলোয়াত, কেক কাটা, আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের দুই উপদেষ্টা মন্ডলীকে ইতিপূর্বে সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত নাগরপুর প্রেসক্লাবের জেষ্ঠ্য সাংবাদিক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আমজাদ হোসেন রতন এবং প্রেসক্লাব সদস্য ও উপদেষ্টা মন্ডলী সদস্য ডা. এম এ মান্নানকে। এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাকারিয়া আল ফয়সাল, বার্তা সম্পাদক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক জসিউর রহমান লোকন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রধান অতিথি এবং বক্তারা ডেইলি নিউজ বাংলা ২৪ এর অগ্রগতি ও উন্নতির লক্ষ্যে কাজ করে যাওয়া এবং উন্নতিও অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।